ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ক্যারিবীয় তোপে নড়বড়ে ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৫, ২২ আগস্ট ২০১৯

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামে ভারত। তবে ক্যারিবীয় বোলারদের তোপের মুখে ২৫ রানেই ৩ উইকেট হারায় সফরকারীরা। রোচ-গ্যাব্রিয়েলদের সঙ্গে যোগ দিয়ে নড়বড়ে ভারতের চতুর্থ উইকেটও তুলে নেয় স্বাগতিকরা।

এ প্রতিবেদন লেখার সময়ে দ্বিতীয় সেশনের খেলা চলছে। সে পর্যন্ত ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১১০ রান। অজিঙ্কা রাহানে ৩৮ রান নিয়ে এবং অভিষিক্ত হনুমা বিহারি ৬ রানে ক্রিজে আছেন। 

এর আগে ৪৪ রান করে বিদায় নেয়া লোকেশ রাহুল চতুর্থ উইকেটে অজিঙ্কা রাহানের সঙ্গে জুটি বেঁধে দলকে কিছুটা গুছিয়ে নেয়ার চেস্টা করেন। ৬৮ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন রাহুল।

বৃহস্পতিবার শ্যানন গ্যাব্রিয়েল, আলজারি জোসেফ, কেমার রোচদের হাত ধরে আবারও ওয়েস্ট ইন্ডিজ হয়ে উঠছে পেসারদের স্বর্গ। নিজেদের শক্তি বিবেচনায় ২০১৭ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজ শক্ত, বাউন্সি, পেসারবান্ধব পিচ বানানো শুরু করে। অ্যান্টিগার নর্থ সাউন্ডে ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম সেশনেই ভারত টের পেল, ওয়েস্ট ইন্ডিজের এই পেস বোলিং আক্রমণ সামলানো মোটেও সহজ নয়।

টস হেরে ব্যাট করতে নামা ভারতের ইনিংসের পঞ্চম ওভারেই জোড়া আঘাত হানেন কেমার রোচ। দ্বিতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল, চার বল পর একইভাবে আউট হন চেতেশ্বর পূজারাও। 

তবে সফরকারীরা বড় ধাক্কা খেয়েছে অষ্টম ওভারে, গ্যাব্রিয়েলের বলে যখন কাট করতে গিয়ে গালিতে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক বিরাট কোহলি (৯) তখনই। ফলে ২৫ রানেই ত্রয়ীকে হারিয়ে বিপদে পড়ে ভারত।

এর আগে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছে ভারত। এরপর তিন ম্যাচ ওয়ানডে সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে। এবার বিরাট কোহলিদের লক্ষ্য টেস্ট সিরিজ। নিজেদের জয়ের ধারাবাহিকতায় সাদা জার্সিতেও সিরিজ নিশ্চিত করতে চায় সফরকারী দলটি। 

এদিকে, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হারলেও টেস্টে ভালো করতে মরিয়া স্বাগতিকরা। সিরিজের দ্বিতীয় টেস্টটি হবে ৩০ আগস্ট কিংস্টনে।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি