ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

গোসল করতে গিয়ে লাশ হলো হিমেল

সাভার সংবাদদাতা

প্রকাশিত : ২২:১৬, ৮ নভেম্বর ২০১৯

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকা জেলার ধামরাইয়ে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছে। এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে থানা পুলিশ।

শুক্রবার দুপুরে ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের পশ্চিম পাশের একটি বিলে গোসল করতে গিয়ে মৃত্যু হয় ওই শিক্ষার্থীর।

নিহত হিমেল ধামরাই পৌরসভার মলয়ঘাট এলাকার রজ্জব আলীর ছেলে। সে পৌরসভার দক্ষিণ পাড়া এলাকার নানার বাড়িতে থেকে ধামরাই পাবলিক স্কুলে এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জাানান, শুক্রবার দুপুরের দিকে ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের পশ্চিম পাশের একটি বিলে গোসল করতে যায় হিমেল ও তার ক’জন বন্ধু। এসময় হিমেল বিলের পানিতে ডুবে গেলে তার সঙ্গীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে অনেক খোঁজাখুঁজির পর মুমূর্ষু অবস্থায় হিমেলকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ধামরাই থানায় অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় পানিতে ডুবে নিহত শিক্ষার্থীর মরেদহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি