ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

ঘরে বসেই চিকুনগুনিয়ার চিকিৎসা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১, ২১ জুলাই ২০১৭ | আপডেট: ১৯:৩৯, ২৬ জুলাই ২০১৭

বিনামূল্যে চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেছে ঢাকা সিটি কর্পোরেশন। চিকুনগুনিয়ায় আক্রান্তরা ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন করে জানালেই রোগীর বাসায় বিনামূল্যে চিকিৎসাসেবা ওষুধ পৌছে দেয়া হবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে শুক্রবার থেকে আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পাধীন ২৮টি নগর স্বাস্থ্য কেন্দ্র, ৫টি নগর মাতৃসদন এবং কর্পোরেশনের নিজস্ব হাসপাতাল ও একটি মাতৃসদন কেন্দ্র থেকে এ সেবা পাওয়া যাবে।

ঢাকা দক্ষিণ সিটি মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের নির্দেশে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে সিটি কর্পোরেশন সুত্রে জানা গেছে।

সুত্র জানায়, দ্রুত সময়ের মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে বাড়ি বাড়ি চিকিৎসা সেবা পৌঁছানোর কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- প্রতিটি ওয়ার্ডে স্পেশাল লার্ভি সাইডিং ও ফগিং কার্যক্রম, জনসচেতনমূলক র‌্যালি, মসজিদে বয়ান, শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময়, লিফলেট বিতরণ, পত্রিকায় বিজ্ঞাপন, টিভি চ্যানেলে টিভিসি সম্প্রচার ইত্যাদি।

//আর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি