ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

চাপ কাটিয়ে উঠল সাকিবরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৬, ১১ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৫:১৯, ১১ জানুয়ারি ২০১৯

জমজমাট বিপিএলের ষষ্ঠ আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার লক্ষ্যে আজ শুক্রবার হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে গত আসরের দুই ফাইনালিস্ট রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটস। রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ২টায় টসে হেরে ব্যাট করেছে সাকিবের ঢাকা।

শুরুতে ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল ঢাকা ডায়নামাইটস। মিজানুর রহমানকে নিয়ে সেই চাপ কাটিয়ে উঠছিলেন সাকিব আল হাসান। তবে যোগ্য সহযোদ্ধার সমর্থন দিতে পারলেন না মিজানুর। বেনি হাওয়েলের এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফিরলেন তিনি। পরে অবশ্য ঘুরে দাঁড়ান সাকিবরা।

শেষ খবর পর্যন্ত ৪ উইকেট খুইয়ে ১৪ ওভারে ১২৫ রান করেছে ঢাকা। কাইরন পোলার্ডকে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করছেন সাকিব।

রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। বর্তমান চ্যাম্পিয়নরা এখন পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছে। এর মধ্যে দু’টিতে জয় ও ১টিতে হেরেছে তারা। তাই ৪ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকায় টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে মাশরাফি বাহিনী।

অন্যদিকে, এখন পর্যন্ত শতভাগ সাফল্য পেয়েছে ঢাকা ডায়নামাইটস। দুই ম্যাচে অংশ নিয়ে দু’টিই জিতেছে তারা। তাই ৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে রয়েছে ঢাকা। তাই আজকের ম্যাচের বিজয়ী দল এককভাবে দখলে নিবে বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান।

দিনের অপর ম্যাচে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে রাজশাহী কিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

ঢাকা ডায়নামাইটস

সাকিব আল হাসান, সুনীল নারিন, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হজরতুল্লাহ যাযাই, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শুভাগত হোম, এন্ড্রু বার্চ, ইয়ান বেল, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাৎ হোসেন রাজীব, নাঈম শেখ।

রংপুর রাইডার্স

মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম অপু, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদী মারুফ, রবি বোপারা, রিলি রুশো, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হাসান রাজু, বেনি হাওয়েল, ফারদিন হোসেন অনি, ওশানে থমাস।

রাজশাহী কিংস

মুমিনুল হক, সেকুগে প্রসন্ন, রায়ান টেন ডেসকাটে, মোহাম্মদ সামি, কামরুল ইসলাম রাব্বি, মার্শাল আইয়ুব, লরি ইভান্স, ইসুরু উদানা, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি, ফয়জলে মাহমুদ রাব্বি, সৌম্য সরকার, জাকির হাসান, ক্রিস্টিয়ান জোনকার, কাইস আহমেদ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ।

কুমিল্লা ভিক্টোরিয়ানস

তামিম ইকবাল, শহিদ আফ্রিদি, থিসারা পেরেরা, শোয়েব মালিক, আসেলা গুনারত্নে, লিয়াম ডসন, সাইফউদ্দিন, ইমরুল কায়েস, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, জিয়াউর রহমান, মেহেদী হাসান, মোশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান, সঞ্জিত সাহা, এভন লুইস, ওয়াকার সালমাখেল, আমের ইয়ামিন।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি