ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

‘ছোট মানুষ দিয়ে বড় জাতি হয়না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৮, ৫ ফেব্রুয়ারি ২০১৮

ছোট মানুষ দিয়ে কখনো বড় জাতি তৈরী হয়না। মানুষ কে বড় হতে হলে তার হৃদয় বড় হতে হয়। আর হৃদয় বড় করার জন্য বই পড়ার বিকল্প নেই। সোমবার বিকেলে রাজধানীর জাতীয় যাদুঘরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচক হিসেবে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, মানুষ আলাদা আলাদা ভাবে চিন্তা করেছে, লিখেছে। কিন্তু সব ধারণ করেছে লাইব্রেরী। তাই মহাকালকে ধারন করার জন্য লাইব্রেরীর বিকল্প নেই।

তিনি বলেন, ঢাকা শহরে সবচেয়ে বেশি দোকান হচ্ছে খাবারের। মাঠ, ঘাট, পার্ক নেই। বিনোদনের জন্য মানুষ ছুটছে খাবারের দোকানে, কাপড়ের দোকানে। এটা সভ্যতার জন্য ভাল লক্ষণ নয়। মানুষের চিন্তার আশ্রয় হতে পারে বই।

তিনি আরো বলেন, পাঠকরাই পৃথিবীর পরিবর্তন ঘটায়। বই হচ্ছে সেটাই যেটা মানুষকে তার চাইতে বড় করে। দূরকে দেখতে পায়। পৃথিবীকে পরিবর্তন করে।

উল্লেখ্য দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় গ্রন্থাগার দিবস। গত ৩০ অক্টোবর মন্ত্রীসভা দিনটিকে গ্রন্থাগার দিবস হিসেবে পালনের জন্য অনুমোদন দেয়। পরে মন্ত্রীপরিষদ সেটি গেজেট আকারে প্রকাশ করে।

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি