ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

জাল ভোট, তিন তরুণীর কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৪, ২০ অক্টোবর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জাল ভোট দেয়ার চেষ্টার অভিযোগে তিন তরুণীকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

নির্বাচনে দায়িত্বরত আশুগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরোজা পারভীন  মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে চুন্টা ইউনিয়নের রসুলপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই তিন তরুণীকে দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের আবদুর রহমানের মেয়ে সাদিয়া আক্তার (২০), একই এলাকার হাফিজুর রহমানের মেয়ে তাইয়্যিবা আক্তার (২০) ও নওয়াব মিয়ার মেয়ে সুমাইয়া সুলতানা (২০)।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী আশুগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন জানান- ওই তিন তরুণী জাল ভোট দেয়ার চেষ্টা করেন। তারা যে নামে ভোট দিতে এসেছিলেন তালিকার সঙ্গে সেই নামের মিল নেই। এর মধ্যে একজনের ভোট আগেই দেয়া হয়েছিল। সব কিছু যাচাই-বাছাই করে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। 

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি