ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

জীবনের গভীরে জীবন

শাহাজাদা বসুনিয়া

প্রকাশিত : ১০:৩৬, ২০ আগস্ট ২০১৯

চলো ঘুুরি রাত্রির রহস্যে

এসো-হাঁটি হাত ধরে নিস্তব্ধ প্রহরে

এখন মধ্যরাত্রি সমাগত

আমি হাঁটছি স্বপ্নের ভেতর

আমরা হাসছি স্বর্গের ভেতর।

যাত্রা করার সময় হয়েছে

আমরা চলে যাই রাত্রির গভীরে

কিছুক্ষণ পরে জেগে উঠল সত্তা

কী বীভৎস রূপ

চক্ষু নিস্তেজ

ভাষা আড়ষ্ট

তবুও মধ্যরাত্রিকে চুম্বন করি

আনন্দে নৃত্য করি, বিভোর হই ধ্যানে

সমগ্র সত্তা ভরল সুমিষ্ট মদে

সমগ্র আত্মা অমৃতরসে পরিপূর্ণ হলো।

নব জীবন কামনা করি

এসো রাত্রির গভীরে স্নান করি

চরিদিকে রূপালী জলপ্রপাত

নিশীথ-পৃথিবী

নীরব-নিঃশব্দ পৃথিবী

চমৎকার পৃথিবী !

রাত্রির রহস্যে হৃদয় গভীরতর হলো

একটি প্রশ্ন

একটি জিজ্ঞাসা

মনের ভেতর একটি সহজ প্রশ্ন

একটি কুৎসিততম প্রশ্ন

এটাই কি জীবন ?

জীবন চাই, জীবনের অর্থ কী ? জীবন কী ?

নব জীবন কামনা করি

উজ্জ্বলতর জীবন চাই

নিজগৃহে আলো জ্বলে উঠুক

স্বর্গরাজ্যে প্রবেশ করতে চাই

মানুষরূপে জন্মগ্রহণ করতে চাই।

হে প্রিয় ঈশ্বর !

রাত্রির গভীরে আলো দাও

আলোকিত করো জীবনের লেনদেন

আমি গর্দভ; আমি নষ্টচরিত্র

আমি নতুন ধর্মের বিশ্বাসী

আমি মহানন্দে নৃত্য করি

স্বর্গীয় জ্ঞানে ভ্রমণ করি

ভিক্ষুক, প্রজা-রাজা, সে যেই হোক

তুমি কাউকে ত্যাগ করো না।

এসো, আমরা রাত্রির গভীরে

প্রবেশ করি, স্বর্গীয় জ্ঞান অন্বেষণ করি।

জীবন পরিপূর্ণ হোক জীবনের তরে

জীবন পরিপূর্ণ হোক রাত্রির গভীরে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি