ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

জেলায় জেলায় বাড়ছে সংক্রমণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৭, ১৩ জুলাই ২০২০ | আপডেট: ১৪:৫৪, ১৩ জুলাই ২০২০

দেশে করোনা ভাইরাসের দুই প্রাণকেন্দ্র রাজধানী ঢাকা ও চট্টগ্রাম ছাড়া দেশের অন্যান্য জেলায়ও আশঙ্কাজনকহারে ছড়িয়ে পড়ছে ভাইরাসটির সংক্রমণ। ঢাকার বাহিরে বিশেষ করে ১৯ জেলায় আক্রান্তের হার উদ্বেগজনক। যা ৭০ শতাংশের বেশি। 

এমতাবস্থায় যেখানে সংক্রণ ঘটছে আক্রান্তের বাড়িসহ আশপাশের বাড়িগুলো লকডাউন করে দেয়া হচ্ছে। জোর দেয়া হচ্ছে স্বাস্থ্যবিধি মানার উপর।  

গত ৮ মার্চ দেশে প্রথম তিনজনের করোনা শনাক্ত হয়। যাদের দু’জনই ছিলেন বর্তমান করোনায় ছেয়ে যাওয়া নারায়ণগঞ্জের বাসিন্দা। অন্যজন মাদারীপুরের। শুরুতে বিদেশফেরতদের সংস্পর্শের মাধ্যমে ছড়ালেও এখন তা প্রকট আকার ধারণ করেছে অবাধ চলাফেরা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে। 

গতকাল রোববার পর্যন্ত দেশে ১ লাখ ৮৩ হাজার ৭৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৩৫২ জন। তবে, সুস্থতা লাভ করেছেন ৯৩ হাজার ৬১৪ জন রোগী। বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা প্রায় ৮৮ হাজার। 

তবে, স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ৪৭ শতাংশের বেশি এলাকা ভিত্তিক কোন তথ্য নেই। এমনকি রাজধানী ঢাকাতেও সংক্রমণের হালনাগাদ তথ্য নেই। গতকাল পর্যন্ত শুধু ঢাকা জেলাতেই আক্রান্ত ২৭ হাজার ৩৩৫ জন। আর ঢাকার বাহিরে চট্টগ্রামে সর্বোচ্চ ১১ হাজার ১৯৩ জন। 

এছাড়া অন্তত ১৯ জেলায় আক্রান্তের সংখ্যা হাজারের উপরে। এর মধ্যে নারায়ণগঞ্জে ৫ হাজার ৫০২, কুমিল্লায় ৪ হাজার ১৬৭, গাজীপুরে ৩ হাজার ৭১৩, বগুড়ায় ৩ হাজার ৬০৮, সিলেটে ৩ হাজার ৪২, কক্সবাজারে ২ হাজার ৮৯৮, ফরিদপুরে ২ হাজার ৪৪৪, নোয়াখালীতে ২ হাজার ৪৪০, খুলনায় ২ হাজার ৪৩৫, মুন্সীগঞ্জে ২ হাজার ৩৫৩, ময়মনসিংহ ২ হাজার ৫২, বরিশালে ১ হাজার ৬৮৬, কিশোরগঞ্জে ১ ৬৭৭, নরসিংদী ১ হাজার ৫৪৬, রাজশাহী ১ হাজার ৪৬৯, চাঁদপুরে ১ হাজার ২৩১, ব্রাহ্মণবাড়িয়ায় ১ হাজার ১৭৮, সুনামগঞ্জে ১ হাজার ৬২, লক্ষীপুরে ১ হাজার ৯ জন। 

হাজারের নিচে রয়েছে, রংপুর, ফেনী, টাঙ্গিইল, মাদারীপুর, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ, যশোর, কুষ্টিয়া, দিানাজপুর, জামালপুর, রাজবাড়ী, শরীয়তপুর, পটুয়াখালী, ভোলা, মৌলভীবাজার, হবিগঞ্জ, নীলফামারী, ঠাকুরগাঁওয়ের মতো জেলাগুলো। 

যেসব জেলায় আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক তার সাতটি ঢাকা ও ছয়টি চট্টগ্রাম বিভাগের। বাকিগুলোতে নমুনা বেশি পরীক্ষা হলে শনাক্ত বাড়লে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

গত দুই সপ্তাহের পর্যালোচনায়, দেশের প্রায় সব জেলায় কমবেশি সংক্রমণ আগের তুলনায় বেড়েছে। এর মধ্যে রাজশাহী, ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খুলনা ও বরিশালে আশঙ্কাজনকহারে বাড়ছে সংক্রমণ। যদিও সে তুলনায় প্রাণহানি কম। তারপরও এমন দ্রুত সংক্রমণের হার বাড়াচ্ছে উদ্বেগ। 

আক্রান্তদের মধ্যে চিকিৎসক, আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য, স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন। এমন অবস্থায় স্বাস্থ্যবিধি মানা ও অপ্রয়োজনে বাহিরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 

এআই//এমবি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি