ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

জয়পুরহাটে জাতীয় শোক দিবস পালিত 

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১১, ১৫ আগস্ট ২০১৯ | আপডেট: ২০:৫৬, ১৫ আগস্ট ২০১৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার  সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি শোকর‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে এসে শেষ হয়। র‌্যালি শেষে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।

পরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সামছুল আলম দুদু, জেলা পুলিশ সুপার সালাম কবির, জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
আই/এনএম


 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি