ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

তিন দফা দাবি মেনে নিল এসএ টিভি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৪, ১২ ডিসেম্বর ২০১৯

বেসরকারি টেলিভিশন এসএ টিভির চাকরিচ্যুত আটজন সাংবাদিককে শ্রম আইন অনুযায়ী পাওনা পরিশোধসহ তিন দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ। 

বুধবার (১১ ডিসেম্বর) রাতে এ তথ্য জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিউজে) এর সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।

তিনি বলেন, মালিকপক্ষ আমাদের দাবির বিষয়ে চুক্তি করেছেন। চাকরিচ্যুত আট জনের বকেয়া থাকলে তা পরিশোধ করা হবে। টার্মিনেশন বেনিফিট প্রদান করবে এবং আগামী পাঁচ দিনের মধ্যে তা পরিশোধ করা হবে। এছাড়া এই ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাটাইয়ের বিষয়ে সতর্ক থাকতে হবে, যা চুক্তিতে উল্লেখ রয়েছে।

প্রসঙ্গত, অনৈতিক চাকরিচ্যুতির প্রতিবাদ ও বকেয়া বেতন-ভাতার দাবিতে শনিবার (৭ ডিসেম্বর) সকালে টেলিভিশনটির কর্মী ও সাংবাদিক নেতারা ধর্মঘট পালন করেন। মূল ফটকে ঝুলিয়ে দেন তালা।

এরপর সমস্যা সমাধানে মালিকের সঙ্গে ডিইউজের নেতারা একাধিকবার আলোচনায় বসলেও কোনও সুরাহা হয়নি। পরে মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত থেকে বুধবার (১১ ডিসেম্বর) পর্যন্ত এস টিভির মালিক সালাউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখে চাকরিচ্যুত সংবাদকর্মীরা।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি