ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

‘তুমি সারাদেশের মা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫০, ২১ জুন ২০১৮ | আপডেট: ২১:৫১, ২১ জুন ২০১৮

ময়মনসিংহের আব্দুস সামাদ নামের এক চালকের ইজিবাইক হারানো গেলে পরে প্রধানমন্ত্রীর মুঠোফোনে বার্তা পাঠানোর পর পুলিশ প্রশাসনের সহায়তায় ইজিবাইকটি ফিরে পেয়েছেন তিনি।

পুলিশ জানায়, গত ২৮ মে রাতে তারকান্দা উপজেলার একটি গ্যারেজে চার্জ দেওয়ার সময় সামাদের ইজিবাইকটি চুরি হয়ে যায়। তারপর থানায় জিডি করা হয় এবং প্রধানমন্ত্রীর মুঠোফোনে সামাদ লিখেছেন, ‘তুমি সারাদেশের মা, আমাকে একটু সাহায্য করো।’

সৈয়দ নুরুল ইসলাম (পুলিশ সুপার, ময়মনসিংহ) বলেন, ‘আব্দুস সামাদ অত্যন্ত দরিদ্র মানুষ। তিনি অটোরিকশাটি হারান গত মাসের ২৮ তারিখ। গ্যারেজে চার্জ দেওয়ার সময় তার ইজিবাইকটি হারান। এরপর থানায় জিডি করার পাশাপাশি সামাদ প্রধানমন্ত্রীর নাম্বারে এসএমএস পাঠান। সে অনুযায়ী, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ইজিবাইকটি খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চালাই। মাত্র ছয় ঘণ্টার ভেতর আমরা ইজিবাইকটি উদ্ধারে সক্ষম হই।’

পরে প্রশাসনকিভাবে পুলিশ সুপারকে ইজিবাইক উদ্ধারের নির্দেশ দেওয়া হলে পুলিশ প্রশাসন তৎপর হয়। এক পর্যায়ে গ্যারেজ মালিক জুলহাস ফকির নতুন একটি ইজিবাইক কিনে দেয় সামাদকে। পরে সেটি পুলিশের মাধ্যমে তার কাছে হস্তান্তর করা হয়। এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইজিবাইক চালক।

এ সময় তিনি বলেন, ‘প্রথমেই আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি আমার মতো সাধারণ মানুষের কথায় সাড়া দিয়েছেন। ঘটনার দিন আমি চা খাচ্ছিলাম। আমি প্রায় খবর শুনি উনি মানুষের সেবা করছেন। আমার বিশ্বাস ছিল তিনি আমাকে সাহায্য করবেন।’

এই বিশ্বাসে আমি গুগলে সার্চ দিয়ে প্রধানমন্ত্রীর নাম্বার নেই। এরপর আমি তাকে বার্তা পাঠাই,‘তুমি সারাদেশের মা, তুমি অসহায়ের মা, আমাকে একটু সাহায্য করো। আজকে পুলিশ সুপারের সহযোগিতায় আমি আমার ইজিবাইকটি ফিরে পেয়েছি। পুলিশ যে অসহায়ের বন্ধু তার বাস্তব প্রমাণ আপনারা দেখছেন।’

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি