ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

দৌলতদিয়া ফেরিঘাটে জনস্রোত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৩, ১২ এপ্রিল ২০২১

সরকার ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য কঠিন লকডাউন জারি করেছে। তাই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘরমুখি মানুষের উপচে পরা ভিড় লক্ষ্য করা গেছে। এ সময় সামাজিক দুরত্ব বজায় রাখার বিষয়টি কেউই মানছে না। 

সোমবার (১২ এপ্রিল) দৌলতদিয়া ঘাটে গণপরিবহন না থাকায় ঘরমুখী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে দেখা গেছে।

তবে প্রাইভেটকার-মাইক্রোবাস, অটো-টেম্পুসহ ছোট ছোট যানবাহনে অতিরিক্ত টাকা ব্যয় করে গন্তব্য স্থানে যেতে হচ্ছে ঘরমুখি মানুষের। এসময় লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ দেখা যায়।

সোমবার সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা ঘুরে দেখা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ছোট বড় ফেরি চলাচল করছে। ফেরিগুলোতে পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস, এ্যাম্বুলেন্স ও যাত্রীরা অবাদে নদী পার হতে পারছেন।

তবে যাত্রীবাহী কোন পরিবহন নদী পারাপার হচ্ছে না। 
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি