ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

ধেয়ে আসছে একাধিক কালবৈশাখী!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৫, ১৭ ফেব্রুয়ারি ২০২০

ধেয়ে আসছে একাধিক কালবৈশাখী!

ধেয়ে আসছে একাধিক কালবৈশাখী!

বসন্তের শুরুতেই কমতে শুরু করেছে হাড় কাঁপানো শীতের প্রকোপ। চলতি মাস থেকেই বৃদ্ধি পাবে তাপমাত্রা। মার্চে তা পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পর্যন্ত। পাশাপাশি স্বাভাবিক বৃষ্টিপাতসহ আসতে পারে দুই বা ততোধিক কালবৈশাখী ঝড়। দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এমন তথ্যই জানিয়েছে আবাহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া কার্যালয় জানায়, চলতি ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকেই দেশের তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাবে। মার্চে তা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ওই মাসে সারাদেশে দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। তবে উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও দিনের তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
 
দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানায়, চলতি মাসের শেষ সপ্তাহ থেকে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও এক থেকে দুই দিন বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টিও হতে পারে। মার্চে দেশের উত্তর ও মধ্যাঞ্চলসহ বিভিন্ন জায়গায় দুই বা ততোধিক হালকা, মাঝারি বা তীব্র কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, কালবৈশাখীর প্রকোপ মোকবেলায় কৃষক পর্যায়ে আগে থেকেই প্রস্তুতি নিতে বলেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কারণ, কালবৈশাখীর ফলে আমের মুকুলসহ বিভিন্ন ফসলের বীজের ক্ষতি হয়ে থাকে।

এ বিষয়ে আবহাওয়বিদ শাহীনুর ইসলাম গণমাধ্যমকে বলেন, মার্চের শুরুর দিকে ঝড়ের পূর্বাভাস জানিয়ে দেয়া হবে। তবে কালবৈশাখীর সম্ভাবনা থাকলেও দেশের মানুষকে বড় ধরনের কোনও দুর্যোগ মোকাবেলা করতে হবে না বলে আশা করেন তিনি।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি