ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

নাটোরে পুরোহিতের ওপর হামলা

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৮, ৮ মার্চ ২০২১ | আপডেট: ১৭:৩১, ৮ মার্চ ২০২১

নাটোরের রানী ভবানীর রাজবাড়ি প্রসাদের শ্যামসুন্দর মন্দিরের পুরোহিত অসিত বাগচির ওপর হামলার অভিযোগ উঠেছে। পুরোহিত পরিবারের দাবি, সোমবার (৮ মার্চ) দুপুরে মুখে মাস্ক পরা কতিপয় দুর্বৃত্ত অতর্কিতভাবে মন্দিরে ঢুকে পুরোহিতকে বেধড়ক মারপিট করে পালিয়ে যায়। 

আহত পুরোহিত অসিত বাগচিকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পা ও হাঁটুতে আঘাত করা হয়েছে।

অসিত বাগচি জানান, সকালে মন্দিরের পূজা শেষ করে প্রসাদ নিয়ে মন্দির থেকে বের হওয়ার মুহূর্তে মাস্ক পরা তিন যুবক তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার পায়ে আঘাত করে। এসময় তার চিৎকার শুনে মন্দির সংলগ্ন বাসায় থাকা তার স্ত্রী ক্ষমা বাগচি ও দুই মেয়ে শ্রাবনী ও প্রেমা বাগচি ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

খবর পেয়ে মন্দির কমিটির সাধারণ সম্পাদক শৈলেন্দ্রনাথ প্রামাণিক আহত পুরোহিতকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।

পুরোহিতের স্ত্রী ক্ষমা বাগচি জানান, তিনি হামলাকারী দুর্বৃত্তদের চিনতে পারেননি। বর্তমানে মন্দির কমিটিতে বিরোধ চলছে। মন্দির কমিটির এই বিরোধ নিয়ে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

নাটোর থানার ওসি জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুরোহিতের স্ত্রী-কন্যাসহ উপস্থিত কয়েকজনের সাথে কথা বলা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি