ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

প্রতিবাদ করায় তোপের মুখে কারিনা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৭, ১৬ এপ্রিল ২০১৮ | আপডেট: ২০:৫৮, ১৬ এপ্রিল ২০১৮

অত্যন্ত নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করা হয় আট বছরের শিশু কন্যা আসিফাকে। সাতদিন আটকে রেখে লাগাতার গণধর্ষণ করে তার মৃত্যু নিশ্চিত করে পাষন্ডরা। জম্মু ও কাশ্মীরের কাঠুয়া শহরে এই বীভৎস ঘটনায় বিক্ষোভে ফুঁসে উঠেছে গোটা ভারত। সোশ্যাল মিডিয়ায় একের পর এক আছড়ে পড়েছে নিন্দার ঢেউ ৷ প্রতিবাদের ঝড় উঠেছে বলিউডেও ৷   

অমিতাভ বচ্চন থেকে স্বরা ভাস্কর, সোনম কাপুর থেকে মিনি মাথুর কাঠুয়া ধর্ষণকাণ্ডের বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন৷ সম্প্রতি কাঠুয়ার নির্যাতিত শিশুকন্যাটির পাশে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে দেখা গেছে কারিনা কাপুরকেও ৷

‘ভিরে দ্যি ওয়েডিং’ ছবির সেট থেকে কারিনার সেই ছবিটি পোস্ট করেছেন স্বরা ভাস্কর ৷ কিন্তু সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় ট্রোলিং। নেটিজেনরা ব্যক্তিগত আক্রমণ করেন কারিনাকে ৷ হিন্দু হয়েও মুসলিমকে বিয়ে করার জন্য বাজে মন্তব্যও শুনতে হয় তাকে ৷ অনেকে বলেন, এই কারণে কারিনার লজ্জিত হওয়া উচিত ৷

এই মন্তব্যের পরেই কারিনার সমর্থনে এগিয়ে আসেন স্বরা ভাস্কর। নেটিজেনদের মন্তব্যের বিরোধীতা করে তিনি বলেন, নিজের অস্তিত্বের জন্যই আপনার লজ্জা হওয়া উচিত ৷ এ সময় আরও অনেকে কারিনার পাশে দাঁড়ান।

এসি

‌‌‌‌‌


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি