ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

প্রথম ডেটে ১০ করণীয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৬, ১৩ মে ২০১৮ | আপডেট: ১৫:৩০, ১৪ মে ২০১৮

প্রেমে পড়েছেন? কারও সঙ্গে প্রথম দেখা করতে যাবেন? দ্বিধার মধ্যে আছেন? কী করবেন? সাধারণত প্রথম দেখা করতে যাওয়ার সময় মানুষ অনেক দ্বিধার মধ্যেই থাকে। এক্ষেত্রে যতই পরিকল্পনা করুন না কেনও, দু-একটা ভুল হয়েই যায়। এর ফলে সম্পর্কটা আর বেশি দূর আগায় না। তাই এমনটা যদি না চান তাহলে জেনে নিন প্রথম ডেটে ভুল এড়ানোর উপায়গুলো-

সে একা আসলে, আপনিও একা যাওয়ার চেষ্টা করুন

সে যদি একা দেখা করতে আসে, তাহলে আপনিও একা যাওয়ার চেষ্টা করুন। কারণ দুজন অপরিচিত মানুষের সামনে সে অস্বস্তিবোধ করতে পারে।

ছিমছাম পোশাক পরার চেষ্টা করুন

প্রথমে ডেটে ছিমছাম এবং যে পোশাকে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করেন, সে ধরনের পোশাক পরার চেষ্টা করুন।

ব্যক্তিগত কোনও বিষয়ে প্রশ্ন করবেন না

একে অন্যকে জানার চেষ্টা করুন। তবে প্রথমেই ব্যক্তিগত কোনও বিষয়ে প্রশ্ন করবেন না।

অতীতে যদি কেউ থেকে থাকে, তাহলে তার বদনাম করবেন না

আপনার জীবনে অতীতে যদি কেউ থেকে থাকে তবে তার সম্বন্ধে জানাতেই পারেন। কিন্তু ভুলেও তার বদনাম করবেন না। কারণ এতে আপনার জীবনে নতুন যিনি আসতে চলেছেন, তিনি আপনাকে সহজভাবে নেবেন না।

বেশি কিছু প্রকাশ না করা

কখনোই তার সামনে বেশি কিছু প্রকাশ করার চেষ্টা করবেন না। নিজেকে বেশি জাহির না করে তার সম্বন্ধে আগ্রহ নিয়ে জানার চেষ্টা করুন।

ফোনটি সাইলেন্স মুডে রাখুন

নিজের ফোনটি সাইলেন্স মুডে রাখুন, যাতে ফোন এলে সে বিরক্ত না হয়। বা ফোন এলেও কেটে দিন, যাতে তিনি বুঝতে পারেন যে আপনার কাছে তিনি গুরুত্বপূর্ণ।

খাবার খুব বেশি খাওয়ার চেষ্টা করবেন না

কোনও রেস্তোরাঁয় দেখা করতে গেলে খুব বেশি খাবার খাওয়ার চেষ্টা করবেন না। আর পরিপাটিভাবে খাবার খাওয়ার চেষ্টা করুন। কারণ খাওয়ার ধরন দেখলেই মানুষের ব্যক্তিত্ব সম্বন্ধে আন্দাজ করা যায়।

খুব বেশি কথা বলবেন না

নিজে খুব বেশি কথা না বলে তাকেও বলার সুযোগ দিন। এমনভাবে তার সামনে কথা বলবেন, যাতে সে আপনার প্রতি আকর্ষণ অনুভব করে।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে জানান

আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে জানিয়ে রাখুন। এতে করে পরে সে আর কোনও আপত্তি করতে পারবে না।

বারবার ফেসবুক দেখবেন না

তার সামনে ফোনে বারবার ফেসবুক দেখবেন না। কারণ বিষয়টিকে তিনি ভালোভাবে নাও নিতে পারেন।

একে//টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি