ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

ফতুল্লায় আগুনে পুড়ল ২৫ ঘর

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:১১, ২৭ নভেম্বর ২০২০

নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে পুড়ে গেছে অন্তত ২৫টি ঘর। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।  বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১১টার দিকে মুসলিমনগরে নয়াপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

এ সময় টিনশেডের কাঁচাঘরগুলোতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যাওয়া ঘরগুলোতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বসবাস করতেন। 

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন  জানান, ‘প্রায় ২৫টি টিনশেডের কাঁচাঘর আগুনে পুড়ে গেছে। সরু সড়কের কারণে ঘটনাস্থলে পানির ট্যাঙ্কগুলো প্রবেশে কিছুটা অতিরিক্ত সময় লেগেছে। পরে তিনটি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল অথবা ধুপ থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। আগুনে পুড়ে যাওয়া ঘরগুলোতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বসবাস করতেন। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি