ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

বই মেলায় পেন্সিলের নয় বই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০১, ৯ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৩:০৩, ৯ ফেব্রুয়ারি ২০১৮

অমর একুশে গ্রন্থমেলায় নয়টি বই নিয়ে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকভিত্তিক গ্রুপ পেন্সিল। এর মধ্যে জাগৃতি প্রকাশনীর সঙ্গে যৌথ উদ্যোগে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কারপ্রাপ্ত বই সাতটি।

এছাড়া একটি পেন্সিল-উদ্যোগে মেলায় এসেছে গ্রুপ এডমিন তরুণ কথাসাহিত্যিক মাহরীন ফেরদৌসের গল্পগ্রন্থ- গল্পগুলো বাড়ি গেছে ও গ্রুপ সদস্যদের লেখা নিয়ে সংকলন গ্রাফাইটের গুঞ্জন। সংকলনটিতে প্রায় দেড় শতাধিক সদস্যের লেখা-কবিতা, গল্প, ভ্রমণকাহিনী, নিবন্ধ ও শিশুতোষ লেখা স্থান পেয়েছে। পেন্সিল-উদ্যোগের বই নয়টি পাওয়া যাচ্ছে একুশে বইমেলায় জাগৃতি প্রকাশনীর স্টলে। আর ১৫ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া যাবে চট্টগ্রাম বইমেলায়, মুসলিম হল প্রাঙ্গণে পেন্সিল স্টলে।

পুরস্কারপ্রাপ্ত বই সাতটি হলো নাঈমা পারভীন অনামিকা`র গল্পগ্রন্থ বনলতা নই, দেবদ্যুতি রায়ের আড়াল, স্মৃতি ভদ্রের অলোকপুরীর ডাক, সালমা সিদ্দিকা`র গল্পটা কাল্পনিক, ইমরান নিলয়ের ইঙ্গিত, নুরুল চৌধুরী`র এক মুঠো গল্প এবং শেখ মুকিতুল ইসলামের কাব্যগ্রন্থ ফিরতে হবে?

নবীন এই সাত লেখকের মধ্যে সালমা সিদ্দিকা পেয়েছেন প্রথম ফয়সল আরেফিন দীপন স্মৃতি সাহিত্য পুরস্কার। এমন স্বীকৃতিতে অভিভূত পেন্সিল গ্রুপের জনপ্রিয় এই গল্পকার বলেন, `লেখা জমা দেওয়ার সময় একবারও মনে হয়নি পাণ্ডুলিপিটি নির্বাচিত হবে। বিভিন্ন সময়ে লেখা পুরানো গল্প আর একেবারে নতুন কিছু লেখা এই সুযোগে একসাথে গোছানো হবে সেটাই ছিলো মূল উদ্দেশ্য। সেজন্য পুরস্কার ঘোষণার মুহূর্তে এতটাই অবাক হয়েছিলাম যে কি বলবো বুঝতে পারিনি। নতুন লেখকদের জন্য এমন অভাবনীয় সুযোগ করে দিয়েছে পেন্সিল এবং জাগৃতি। আমি শুধুই লেখাটা জমা দিয়েছি, বাকি সব কাজ করেছে পেন্সিল। পেন্সিল যদি এভাবে কাজ করতে থাকে ভবিষ্যতে আরো অনেক প্রতিভা আমরা খুঁজে পাবো, আমি নিশ্চিত।`


প্রাণের মেলায় প্রথম বই প্রকাশ- অনুভূতি জানাতে গিয়ে পুরস্কারপ্রাপ্ত যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ গল্পকার স্মৃতি ভদ্র বলেন, `ছাপাঘরের আঁধার পেরিয়ে নিজের লেখা যখন নতুন বইয়ের সোঁদা গন্ধ গায়ে মেখে, মলাটবদ্ধ হয়ে লেখকের সামনে হাজির হয়; তখন সেই অনুভূতির ছবি আঁকতে ঠিকঠাক শব্দ খুঁজে পাওয়া যায় না। আর নতুন লেখক হিসেবে তো তা পৃথিবী জয়ের শামিল। পেন্সিল-জাগৃতি প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা এক্ষেত্রে আমার মতো নতুন লেখকের স্বপ্নপুরণে সারথী হয়ে কাজ করেছে।`

শেখ মুকিতুল ইসলাম- কবি। পুরস্কারপ্রাপ্ত সাত বইয়ের মধ্যে একটাই কাব্যগ্রন্থ, সেটি তার- ‘ফিরতে হবে?’। তিনি বলেন, `পেন্সিল নামের সাহিত্য গ্রুপের জমিনে যে অনুভুতি বৃক্ষের শেকড়টা ছড়িয়ে পড়েছে সে অনুভুতির বৃক্ষ ডাল পালা ছড়িয়ে মহীরুহ হয়ে উঠছে এবং উঠবে। কারণ, জমিনটা যে খুব উর্বর। তাই সেই ভালবাসার শেকড়ে আটকে থেকেই ভালো লাগা এখন আকাশ ছোঁয়ার পথে।`

পুরস্কারপ্রাপ্ত গল্পগ্রন্থ ইঙ্গিত-এর লেখক ইমরান নিলয় বলেন, `নিজের প্রথম বই প্রকাশের সঙ্গে ফয়সাল আরেফিন দীপনের নামটা জড়িয়ে আছে, এটা একটা ভালোবাসার ব্যাপার। পেন্সিলের মতো চমৎকার একটা জগতকে সাথে পাওয়াটাও ভীষণ আবেগের। সবমিলিয়ে এই আনন্দটুকু প্রকাশের শব্দ খুঁজে পাওয়াই একটু জটিল। ভালো লাগা মাপার কোনো যন্ত্র নেই।`

এই নবীন লেখকদের প্রথম বই প্রকাশের স্বপ্ন পূরণের চিন্তা থেকেই একুশে বই মেলায় `একটি পেন্সিল উদ্যোগ`- এমনটা জানান দেড় বছর বয়সী অর্ধলক্ষাধিক সদস্যের ফেসবুক গ্রুপ পেন্সিল-এর এডমিন মোহাম্মদ আনোয়ার। একুশে টিভি অনলাইনকে তিনি বলেন, `জাগৃতি প্রকাশনীর আন্তরিক সহায়তায় `পেন্সিল-জাগৃতি প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার` মাধ্যমে প্রায় দেড়শ` পান্ডুলিপির মাঝ থেকে সাতজন লেখকের বই উপহার দেয়া এবারের একুশে বইমেলার পাঠকদের। বইমেলার একেবারে শুরুতেই পেন্সিল ফতুয়া, কবিতা লেখা শাড়ি পরা পাঠকরা প্রমাণ করেছে একটি বই বিপ্লবের সূচনা হয়ে গেছে গ্রুপ সদস্যদের মাধ্যমে।

পেন্সিল এনেছে পেন্সিলের কবি-লেখকদের গল্প-কবিতা নিয়ে সংকলন গ্রাফাইটের গুঞ্জন। এই লেখকদের অনেকেই পরের বইমেলায় একক বই উপহার দেবেন আশা করে ইতালী প্রবাসী এই তরুণ সাহিত্য অনুরাগী সংগঠক স্বপ্ন দেখেন, বইবিপ্লবের; আলোর পথে সম্মিলিত যাত্রার।`

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি