ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

বাগেরহাটে আমন ধান সংগ্রহ শুরু

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩০, ১০ ডিসেম্বর ২০১৯

বাগেরহাটে আনুষ্ঠানিকভাবে ২৬ টাকা কেজি দরে আমন ধান ক্রয় শুরু করেছে সরকার। মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়ন পরিষদে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের মাধ্যমে আমন ধান সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

এসময় বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক রঘুনাথ কর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল্লুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লুৎফর রহমান, বেমরতা ইউয়িন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, ধান বিক্রি করতে আসা প্রান্তিক চাষীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। কৃষকদের সুবিধা দিতে সরকার স্থানীয় বাজার দরের থেকে বেশি মূল্যে ধান ক্রয় করছে। কৃষকরা সরাসরি খাদ্য বিভাগের কাছে ধান বিক্রি করবে। এই ধান ক্রয় ও বিক্রয়ে কোনও প্রকার দুর্নীতির আশ্রয় নিলে জেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন কৃষকদের।

অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০১৯-২০- এর আওতায় ১ ডিসেম্বর থেকে ২০২০ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বাগেরহাট জেলার ৯ টি উপজেলা থেকে মোট ৬ হাজার ৫২৯ মে. টন আমন ধান সংগ্রহ করবে বাগেরহাট জেলা খাদ্য বিভাগ।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি