ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

বিশ্বের সবচেয়ে দীর্ঘ আইসক্রিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪২, ৩ জুন ২০১৮ | আপডেট: ০৯:৪১, ৫ জুন ২০১৮

দেখে মনে হবে রেলগাড়ি। যাত্রীরা সবাই সিগনালের অপেক্ষায় দাঁড়িয়ে অপেক্ষা করছে। আদতে এটি একটি আইসক্রিম।
হ্যাঁ ব্যাপারটি অবাক হওয়ার মতোই। বিশ্বের সবচেয়ে বড় আইসক্রিম এটি। একেবারে ১৩৮৬ দশমিক ৬২ মিটার দীর্ঘ! আইসক্রিমটি তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রে। চার হাজার লোক আইসক্রিমটির স্বাদ নিয়েছে। ইতোমধ্যে এটি গিনেজ বুক অব রেকর্ডসে তালিকাভুক্ত হয়েছে।
দেশটির টেক্সাস উৎসব উপলক্ষে বানানো হয়েছে এই বিশেষ মাপের ডেজার্ট। এটি তৈরি করতে কাজ করেছেন কয়ের হাজার ভলান্টিয়ার।
সম্প্রতি টেক্সাস উৎসব উপলক্ষে বিশালাকার এই আইসক্রিম তৈরি করা হয়। কয়েক হাজার স্বেচ্ছাসেবকের অবদান রয়েছে এই ডেজার্টটি তৈরির পেছনে। আইসক্রিমটির দৈর্ঘ্য ছিল ১৩৮৬ দশমিক ৬২ মিটার। বিশালাকার এই আইসক্রিমটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ৫০০ গ্যালন ভ্যানিলা ও ক্যান্ডি ক্রাঞ্চ চকোলেট, ৩০০ গ্যালন চকোলেট ও স্ট্রবেরি সিরাপ। আর সুস্বাদু করতে ব্যবহার করা হয়েছে দুই হাজার ক্যান হুইপ্ট ক্রিম, ২৫ পাউন্ড স্প্রিংকলস ও ২০ হাজার চেরি ফল।
আইসক্রিমটি সঠিকভাবে তৈরি হয়েছে কিনা ও সব উপাদান সমানভাবে আছে কিনা পরীক্ষা করতে উৎসবে ছিলেন গিনেস বুক অব রেকর্ডের বিচারক ক্রিস্টিনা কোনলোন। তার পরীক্ষার পরেই সার্টিফিকেট দেওয়া হয়। গিনেস বুক অব রেকর্ডের বিশেষ সম্মাননার পর ঘটনা উপস্থিত প্রায় চার হাজার মানুষ এর স্বাদ উপভোগ করেন। মাত্র ৩০ মিনিটের মধ্যে উৎসবে উপস্থিত ওই ৪ হাজার মানুষ সেই আইসক্রিম চেটে-পুটে সাফ করে দেন।
সূত্র : ডেইলি হান্ট।
/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি