ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ভারতে সব শহরে হবে গরুর হোটেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৯, ১৩ নভেম্বর ২০১৯

আজকাল গরুর খাঁটি দুধ তো গ্রামেই পাওয়া যায় না। আর শহরের ক্ষেত্রে তো ‘দূর কি বাত’ অর্থাৎ অনেক দূরের বিষয়। শহরে খাঁটি দুধ পাওয়া এখন বেশ দুষ্করই বলতে হবে। তাই ভারতের প্রতিটি শহর বা নগর অঞ্চলে তৈরি হতে যাচ্ছে গরু হোস্টেল। দেশটির সরকার এমনই এক পদক্ষেপ নিয়েছে বলে খবরে বলা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া’র।

ভারতের নবগঠিত জাতীয় গরু কমিশন (কামধেনু আয়োগ) দেশটির সরকারের কাছে প্রস্তাব করেছে প্রতিটি শহর বা শহুরে অঞ্চলে ১০ থেকে ১৫টি বিশেষ জায়গা বরাদ্দ দেয়ার। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ের কাছে এমন প্রস্তাব পাঠানো হয়েছে। বিশেষভাবে বরাদ্দকৃত এসব জায়গা খোলা হবে গরু হোস্টেল। কেউ একটি গাভী পালতে চাইলে তিনি সেটি কিনে সেই হোস্টেলে রাখবেন। এজন্য তাকে কিছু ফি দিতে হবে হোস্টেল কর্তৃপক্ষকে।

কামধেনু আয়োগের চেয়ারম্যান ভল্লবভাই কাতিরিয়া জানান, গরু হোস্টেল নির্মাণের বিষয়ে নির্দেশনা চেয়ে নগর পরিকল্পনা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন তিনি।

জানা যায়, শহর অঞ্চলে যাদের গুরু কিনে তা লালন-পালন করার স্বপ্ন তারা এসব হোস্টেলে নিজেদের পছন্দমত গরু কিনে রাখতে পারবে। তবে এজন্য তাদের কিছু ফি দিতে হবে বলে খবরে বলা হয়েছে।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি