ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

রাজবাড়ীতে জালসহ ১৫ জেলে আটক

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৩৯, ২১ অক্টোবর ২০২০

মা ইলিশ রক্ষা অভিযানে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মা নদীর অংশে ইলিশ ধরার দায়ে দেড়লক্ষ মিটার জালসহ ১৫ জন জেলেকে আটক করা হয়েছে।

সেই  সঙ্গে জব্দ করা হয়েছে ২৭ কেজি মাছ ও দৌলতদিয়া কলাবাগানের অবৈধ ইলিশের হাট ভেঙ্গে দেয়া হয়েছে।

মঙ্গলবার রাত থেকে সকাল পর্যন্ত চলা অভিযানে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগীতায় জেলা মৎস্য বিভাগ তত্তাবধায়নে জেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ওই জেলেদের আটক করে।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক জেলেদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা এবং জব্দকৃত মাছ এতিমখানায় দেয়া ও জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, অভিযানে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগীতায় দৌলতদিয়ার কলাবাগানে অবৈধ ভাবে গড়ে ওঠা আস্তানা ভেঙ্গে পুড়িয়ে দিয়েছেন। এছাড়া অভিযানে রাত থেকে সকাল পর্যন্ত ১৫ জেলেকে আটক এবং দেড় লক্ষ মিটার জাল ও ২৭ কেজি মাছ জব্দ করেছেন। ইলিশ রক্ষায় নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করছেন।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি