ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

রায়হান কবির ১৪ দিনের রিমান্ডে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৫, ২৬ জুলাই ২০২০

রায়হান কবির

রায়হান কবির

মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশি প্রবাসী রায়হান কবিরকে ১৪ দিনের রিমান্ডে দিয়েছে দেশটির আদালত। দেশটিতে অভিবাসী কর্মীদের ওপর চলা নিপীড়নমূলক আচরণ নিয়ে আলজাজিরায় প্রচারিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে স্বাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। জিজ্ঞাসাবাদের জন্য তাকে এ রিমান্ডে নেয় দেশটির ইমিগ্রেশন বিভাগ। গতকাল শনিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আমির হামজা জয়নুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘শনিবার থেকে তাকে তদন্তে সহায়তা করার জন্য ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং আমরা তদন্তের পাশাপাশি বিষয়টি নিশ্চিত করার পরে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’ ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক সাংবাদিকদের জানান, ডকুমেন্টেশন এবং টিকিট ক্রয়ের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অভিবাসন ডিটেনশন ডিপোতে রাখা হবে এবং ২৫ বছর বয়সী মো. রায়হান কবিরকে নিজ দেশে ফেরার সময়কালটি দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে।

প্রসঙ্গত, গত শুক্রবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি কনডোমোনিয়াম থেকে পুলিশ ও ইমিগ্ৰেশনের স্পেশাল ব্রাঞ্চের যৌথ অভিযানে মো. রায়হান কবিরকে গ্রেফতার করা হয়। 

এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি