ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

লকডাউন ঢাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৪, ২৪ মার্চ ২০২০ | আপডেট: ১২:০৫, ২৪ মার্চ ২০২০

মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস লকডাউন করা হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল থেকে ক্যাম্পাসে প্রবেশের সকল প্রবেশ পথ বেরিকেড দিয়ে বন্ধ করে দেয়া হয়। 

বাইরে থেকে কোনো যানবাহন প্রবেশ করতে পারছে না। ক্যাম্পাসে যারা রয়েছেন তারা পরিচয়পত্র দেখিয়ে পায়ে হেঁটে প্রবেশ করতে পারছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং সেকশনের একজন কর্মকর্তা জানান, প্রক্টরিয়াল বডির নির্দেশে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস লকডাউন করা হয়েছে।

যদিও সরেজমিন পরিদর্শনকালে ক্যাম্পাসের কিছু কিছু প্রবেশ পথ এখনো খোলা দেখা গেছে। তবে আজকালের মধ্যে শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশের জন্য পথ খোলা রেখে বাকি সব প্রবেশ পথ বন্ধ রাখা হবে বলে জানা গেছে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি