ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

লিজার স্বপ্ন পূরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩২, ১৭ সেপ্টেম্বর ২০১৯

কণ্ঠশিল্পী ও উপস্থাপক সানিয়া সুলতানা লিজা। স্টেজ শো আর টিভি লাইভে গান করার পাশাপাশি মিউজিক ভিডিওর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন ‘চাইনি এমন করে’ গানের লিরিক্যাল ভিডিও। এরই মধ্যে লিজা জানালেন তার স্বপ্ন পূরণের খবর।

লিজা বলেন, ‘নতুন কয়েকটি গানের আয়োজন চলছে। বহুদিনের স্বপ্ন ছিল আমার গানের ওস্তাদ মো. আনোয়ার হোসেনের সুরে গান গাওয়ার। একটু দেরিতে হলেও বহুদিনের লালিত স্বপ্নটি পূরণ হলো। এরই মধ্যে ওস্তাদ মো. আনোয়ার হোসেনের সুরে জাতির পিতা ও স্বাধীনতা নিয়ে গান করেছি। এর বাইরেও তিনটি গান প্রকাশের পরিকল্পনা আছে। একটু সময় নিয়ে এই গানগুলো তৈরি করা হচ্ছে, যাতে করে সবশ্রেণির শ্রোতার উপযোগী হয়।’

‘চাইনি এমন করে’ গানের নতুন লিরিক্যাল ভিডিও প্রসঙ্গে লিজা বলেন, ‘নকীব খানের সুরের ‘চাইনি এমন করে’ গানের প্রতি নিজের এক ধরনের ভালো লাগা সবসময় ছিল। ‘পাগলী সুরাইয়া’ অ্যালবামের বাইরে কখনও এই গান আলাদা করে প্রকাশ করা হয়নি। তাছাড়া এখন তো অ্যালবাম সংগ্রহে রাখার সুযোগও নেই। তাই শ্রোতাদের কথা ভেবে নিজের ইউটিউব চ্যানেলে নতুন করে এই গানের লিরিক্যাল ভিডিও প্রকাশ করলাম।’

তিনি আরও বলেন, ‘ভিডিওটি প্রকাশের পর খুব অল্প সময়ে শ্রোতাদের কাছে সাড়া পেয়েছি। আমি ভীষণ খুশি। রবিউল ইসলাম জীবনের লেখা এবং নকীব খানের সুর আর ফোয়াদ নাসের বাবুর কম্পোজিশনের প্রশংসাও করেছেন অনেকে।’

এরই মধ্যে লিজা নকীব খানের সুরে আরও একটি গান করেছেন। গানটির শিরোনাম ‘ওগো পূর্ণিমা চাঁদ’। আবিদ হাসানের পরিচালনায় গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। ড. শোয়েব আহমেদের লেখা ও নকীব খানের সুর-সঙ্গীতে ‘ওগো পূর্ণিমা চাঁদ’ গানে আছে সত্তর দশকের মেলোডি সুর-সঙ্গীতের ছাপ। লিজার সঙ্গীত ক্যারিয়ারে ভিন্নধর্মী গান এটি।

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি