ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

লি লিগা শিরোপার আরও কাছে রিয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪০, ১১ জুলাই ২০২০ | আপডেট: ০৮:৪১, ১১ জুলাই ২০২০

স্প্যানিশ লা লিগায় দুর্দান্ত ফর্মে রিয়াল মাদ্রিদ। জয় অব্যাহত রেখে শিরোপা পুনরুদ্ধারের খুবই কাছাকাছি দলটি। শুক্রবার রাতে আলাভেসের বিরুদ্ধে দুই অর্ধের দুই গোলে দারুণ এক জয় তুলে নিল জিনেদিন জিদানের দল। এই জয়ে বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রিয়াল। লিগে সব দলের বাকি তিনটি করে ম্যাচ। এর মধ্যে দুই ম্যাচে জয় পেলেই শিরোপা পুনরুদ্ধার হবে রিয়ালের।

আলফ্রেদো দে স্তেফানো স্টেডিয়ামে শুক্রবার রাতে আলাভেসকে ২-০ গোলে হারাল রিয়াল। নিজেদের মাঠে ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি থেকে করিম বেনজেমা ও ৫০ মিনিটে মার্কো আসেনসিও গোল করেন। করোনা বিরতি কাটিয়ে ফের লা লিগা শুরুর পর রিয়ালের এটি টানা অষ্টম জয়। এই জয়ে শিরোপার পথে আরো এক ধাপ এগিয়ে গেল জিনেদিন জিদানের দল।

আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের ১১তম মিনিটে বেনজেমার সফল স্পট কিকে এগিয়ে যায় স্বাগতিকরা। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢোকা ফেরলঁদ মঁদিকে ডিফেন্ডার চিমো নাভারো ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আসরে বেনজেমার এটি ১৮তম গোল। এই নিয়ে টানা তিন ম্যাচে পেনাল্টি পেল রিয়াল। 

৩৪তম মিনিটে রিয়াল শিবিরে আবারও ভীতি ছড়ায় সফরকারীরা। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে দুজনকে ফাঁকি দিয়ে পেনাল্টি স্পটের কাছে বল বাড়ান বার্ক। ফাঁকায় বল পেয়েও ঠিকমতো শট নিতে পারেননি হোসেলু। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধের ৫ম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আসেনসিও। মাঝমাঠে রদ্রিগোর দারুণ পাস ধরে দ্রুত ডি-বক্সে ঢুকে বাঁ দিকে বল বাড়ান বেনজেমা। অরক্ষিত আসেনসিও অনায়াসে বল জালে পাঠান। প্রথমে অবশ্য অফসাইডের বাঁশি বেজেছিল, পরে ভিএআরের সাহায্যে গোলের সিদ্ধান্ত হয়।

ম্যাচের ৭৭তম মিনিটে ব্যবধান আরও বাড়তে পারতো। তবে বেনজেমার পাস ধরে রদ্রিগোর নেওয়া জোরালো শট ঝাঁপিয়ে রুখে দেন গোলরক্ষক রবের্তো হিমেনেস। বাকি সময়ে আর গোলের দেখা মেলেনি। ফলে ২-০ গোলের জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

শেষ ৩ ম্যাচের দুটিতে জিতলেই ২০১৭ সালের পর ফের চ্যাম্পিয়ন হবে রিয়াল। আর শেষ আট বছরের মধ্যে যা হবে তাদের দ্বিতীয় লা লিগা শিরোপা। স্পেনের সফল এই দলটি সর্বশেষ লিগ শিরোপা জিতেছিল জিদানের কোচিংয়ের প্রথম মেয়াদে।

৩৫ ম্যাচে ২৪ জয় ও ৮ ড্রয়ে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২৩ জয় ও ৭ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৭৬।

এএইচ/এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি