ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

লেবাননে বিক্ষোভ অব্যাহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০০, ৩০ অক্টোবর ২০১৯

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরির পদত্যাগের পরও অর্থনৈতিক সংকট, বৈষম্য ও দুর্নীতির বিরেুদ্ধে বিক্ষোভ করছে দেশটির জনগণ।

টানা ১৩ দিনের বিক্ষোভের পর স্থানীয় সময় মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট মিশেল আউনের কাছে পদত্যাগপত্র জমা দেন প্রধানমন্ত্রী। এর পরপরই আনন্দ মিছিল করে বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীরা জানায়, দাবি আদায়ে দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রাথমিক পর্যায় এটি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে জানান তারা।

অক্টোবরের মাঝামাঝিতে অ্যন্ড্রয়েড অ্যাপসগুলোতে করারোপের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। ধীরে ধীরে অর্থনৈতিক সংকট, দুর্নীতি, জীবনমানের অবনতির বিরুদ্ধে ফুঁসে ওঠে মানুষ। এক পর্যায়ে এটি সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি