ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

শাহজালালে ৫ কেজি সোনা উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪২, ১৩ নভেম্বর ২০১৯ | আপডেট: ২৩:৪৫, ১৩ নভেম্বর ২০১৯

আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমান ‘আকাশ প্রদীপ’র কয়েকটি সিটের নিচ থেকে সাড়ে ৫ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তায় থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বুধবার সন্ধ্যায় সোনা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। 

জানা যায়, আবুধাবি থেকে উড়োজাহাজটি বিকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজে সোনা আছে এমন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। 

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, ‘আমরা জানতে পারি বিমানের চারটি সিটের নিচে সোনা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিমানে ঢুকে তল্লাশি চালিয়ে ১৭, ৩৪, ৩৫,৩৬ নম্বর সিটের নিচে চারটি প্যাকেট পাওয়া যায়, যা পাইপের ভেতর বিশেষ ব্যবস্থায় লুকানো ছিল।’

প্রতিটি সিটের নিচে একটি করে প্যাকেট ছিল যার একটিতে ১২টি করে মোট চারটি প্যাকেটে ৪৮টি সোনার বার ছিল বলে জানান এ কর্মকর্তা। উদ্ধারকৃত এ সোনার বাজার মূল্য হবে ৩ কোটি টাকা বলে জানা যায়। তবে সোনা পাচারে জড়িত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

এমএস/এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি