ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

শেবাচিমে উপসর্গে ৪ জনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৩৫, ৩ জুলাই ২০২০

বরিশাল শেরেবাংলা মেডিকেলের (শেবাচিম) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ১০৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ৩৭ জন। বাকিরা সবাই উপসর্গে মারা যান। 

আজ শুক্রবার হাসপাতালের পরিচালক ড. বাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

মৃতরা হলেন, বরিশাল বিমানবন্দর থানাধীন বিমল (৬০), বাবুগঞ্জ থানার আবুল কালাম আজাদ (৫০), পটুয়াখালী সদরের সালেহা বেগম (৫৫ ও পিরোজপুরের ভান্ডারিয়ার গাজিপুরের জিতেন্দ্রনার্থ বিশ্বাস (৭০),  

এদিকে বরিশালে এখন পর্যন্ত করোনার শিকার ১ হাজার ৬০১ জন। এর মধ্যে ৪২৩ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। এর মধ্যে  মহানগরীতেই ১ হাজার ২০১ ও সদর উপজেলায় ২৬ জন। বাকি ৯টি উপজেলায় আক্রান্ত ৩৭৪ জন। 

এর মধ্যে জেলা স্বাস্থ্য বিভাগে ২০৭ কর্মকর্তা-কর্মচারী, জেলা পুলিশে ৫৩, নগর পুলিশে ২০৯, রেঞ্জ ১০, আরআরএফে ৬, আর্মডে ১ ও নৌ পুলিশের ২ সদস্যসহ মোট ২৭৩ জন। এছাড়া র‌্যাবের ১৭ জন, এনএসআইয়ের ২ এবং ৩৬ জন ব্যাংকার রয়েছেন। জেলা প্রশাসকেন মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। 

এআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি