ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

শেরপুরে বন্যহাতির মৃতদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪২, ১৮ জুলাই ২০১৯

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় সীমান্তে একটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তঘেঁষা বড় গজনী অবকাশ কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে হাতির মৃতদেহটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও বন বিভাগ সূত্রে জানা গেছে, এদিন সকালে গজনী লেকের পশ্চিম পার্শ্বে কয়েকজন স্থানীয় লোকজন ওই বন্যহাতির মৃতদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাঁরা বন বিভাগকে জানান। পরে সংবাদ পেয়ে বন বিভাগের গজনী বিটের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে হাতির মৃতদেহটি উদ্ধার করেন। 

বন বিভাগের গজনী বিট কর্মকর্তা শাহ আলম বলেন, মৃত হাতিটি একটা দাঁতাল মাদী (মেয়ে) হাতি। হাতিটির শরীরে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে এটি মারা গেছে। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকের ময়নাতদন্ত শেষে হাতিটিকে মাটিচাপা দেওয়া হয়েছে। 

এর আগে শেরপুরের সহকারী বন সংরক্ষক প্রাণতোষ রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এনএস/আরকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি