ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

সংগীতজ্ঞ রবিশঙ্করের জন্মদিন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩১, ৭ এপ্রিল ২০২০

পণ্ডিত রবিশঙ্করের জন্মদিন আজ। তিনি ১৯২০ সালের আজকের এই দিনে ভারতের উত্তরপ্রদেশের বারানসী শহরে জন্মগ্রহণ করেন। ২০১২ সালের ১১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের স্যান ডিয়েগোতে প্রয়াত হন এ কিংবদন্তি।

কিংবদন্তিতুল্য বাঙালি সংগীতজ্ঞ, সেতারবাদক রবিশঙ্করের পূর্ণ নাম রবীন্দ্র শঙ্কর চৌধুরী। ঘরোয়া নাম রবু। তার আদি পৈতৃক নিবাস বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া উপজেলায়।

ভারতীয় শাস্ত্রীয় সংগীতের মাইহার ঘরানার স্রষ্টা আচার্য আলাউদ্দীন খানের খাস শিষ্য ছিলেন রবিশঙ্কর। তিনি ভারতীয় শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্য এবং ভারতীয় সংগীতকে ১৯৬০-এর দশকে পাশ্চাত্য বিশ্বের কাছে ব্যাপকভাবে তুলে ধরেন।

২০১২ সালে মৃত্যুকালে রবিশঙ্কর দীর্ঘতম আন্তর্জাতিক কর্মজীবনের জন্য গিনেস রেকর্ডের অধিকারী ছিলেন।

১৯৩৯ সালে ভারতের আহমেদাবাদ শহরে রবিশঙ্করের সর্বপ্রথম সাধারণের জন্য উন্মুক্ত একক সেতার পরিবেশন অনুষ্ঠান হয়। সেই শুরু থেকে আজ পর্যন্ত পণ্ডিত রবিশঙ্কর নিজেকে তুলে ধরেছেন একজন বৈশ্বিক সংগীতজ্ঞ, সংগীত স্রষ্টা, পারফরমার এবং ভারতীয় শাস্ত্রীয় সংগীতের একজন মেধাবী দূত হিসেবে।

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি