ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

সমকামিতা প্রবণতা নয়, জন্মগত : সোনম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫, ১৫ নভেম্বর ২০১৭ | আপডেট: ১২:২০, ১৫ নভেম্বর ২০১৭

‘সমকামিতা একটি প্রবণতা’ ঠিক এমনটাই মনে করেন ভারতের ধর্মগুরু শ্রী শ্রী রবিশঙ্কর৷ নয়াদিল্লিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিতে গিয়ে এই কথা বলেছেন তিনি৷ আর তাঁর এই মন্তব্যে টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সোনম কাপুর৷

তিনি লিখেছেন -

WTF is wrong with god men, if you want to learn something about Hinduism and culture it’s better to follow @HindolSengupta & @devduttmyth

— Sonam Kapoor (@sonamakapoor) November 14, 2017

১৩তম নেহরু মেমোরিয়াল লেকচারে ধর্মগুরুকে প্রশ্ন করা হয়- পরিবারে কারও সেক্সুয়াল ওরিয়েন্টশন নিয়ে প্রশ্ন উঠলে তার সঙ্গে কিভাবে আচরণ করা উচিত!

এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শ্রী শ্রী রবিশঙ্কর উপরিউক্ত মন্তব্য করে বলেন, ‘সমকামিতা একটি প্রবণতা’ যা পরবর্তী সময়ে বদলে নেওয়া যেতে পারে।’

ধর্মগুরুর এই কথাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ উত্তর বলে মনে করেছেন সোনম৷

Homosexuality is not a ‘tendency’ it’s something you are born as and is absolutely NORMAL. To tell someone you can change is irresponsible.

 — Sonam Kapoor (@sonamakapoor) November 14, 2017

ক্ষুব্ধ সোনম টুইট করে স্পষ্ট জানান, ‘সমকামিতা কোনও প্রবণতা নয়। এটি জন্মগত, যা স্বাভাবিক। কাউকে তা পরিবর্তন করতে বলা সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন মন্তব্য৷

ইতিমধ্যেই ধর্মগুরুর এই বক্তব্য নিয়ে শুরু হয়েছে গুঞ্জন৷ সোনমকে সমর্থন করে টুইট করেছেন বলিউডের প্রথম সারির আরও এক অভিনেত্রী, আলিয়া ভাট৷

তিনি লিখেছেন-

OMG kinda moment! https://t.co/E156reDqFf

— Alia Bhatt (@aliaa08) November 14, 2017

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি