ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

স্পেনে মৃত্যু ৪ হাজার ছাড়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩২, ২৬ মার্চ ২০২০ | আপডেট: ১৯:৩৮, ২৬ মার্চ ২০২০

স্পেনের একটি হাসপাতাল। ছবি- সেভেন নিউজ

স্পেনের একটি হাসপাতাল। ছবি- সেভেন নিউজ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইউরোপের দেশ স্পেনে মৃতের সংখ্য চার হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৫৫ জনের মৃত্যু হয়েছে। তবে আগের দিনের তুলনায় মৃতের এ সংখ্যা কম। গতকাল বুধবার দেশটিতে রেকর্ড সর্বোচ্চ ৭৩৮ জন করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারান। খবর সিএনএন’র। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪ হাজার ৮৯ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্তের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ১৮৮ জনে। চীনে উৎপত্তি হলেও ইউরোপ এখন করোনার ছোবলে বিপর্যস্ত। সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটছে ইতালি, স্পেন ও ফ্রান্সে। ১৪ মার্চ থেকে স্পেন লকডাউন। জারি রয়েছে জরুরি অবস্থা। 

এদিকে দেশজুড়ে লকডাউনের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানোর ব্যপারে সম্মত হয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো শানচেজ। 

উল্লেখ্য, বিশ্বের ২ শতাধিক দেশে ছড়িয়েছে প্রাণঘাতি করোনা ভাইরাস। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আক্রমনে মৃতের সংখ্যা ২১ হাজার ২৮৩ জন। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভাইরাসটি নতুন করে ৪৮ হাজার ৪৬১ জনকে সংক্রমিত করেছে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লাখ ৭১ হাজার ৩৫ জনে পৌঁছেছে। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৪ হাজার ২১৮ জন। 

এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি