ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

স্বাস্থ্যঘাতী প্রযুক্তি

প্রকাশিত : ১০:৫১, ৮ ফেব্রুয়ারি ২০১৯

স্মার্ট ডিভাইসকে কেন্দ্র করে নতুন নতুন বিভিন্ন প্রযুক্তির উদ্ভাবন হচ্ছে। আর ঘাড়ব্যথা ও ব্যাকপেইনের রোগীর সংখ্যা বিশ্বব্যাপী ক্রমশ বাড়ছে। এর কারণ হিসেবে স্পাইন সার্জনরা চিহ্নিত করছেন স্মার্টফোনের মাত্রাতিরিক্ত ব্যবহারকে। চোখের সমস্যারও কারণ এটা। তাছাড়া উচ্চশব্দে দীর্ঘক্ষণ কানে হেডফোন লাগিয়ে রাখা স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর।

দক্ষিণ কোরিয়ার উলসান ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি-র গবেষকরা বলেন, স্মার্টফোন ব্যবহারের সঠিক দেহভঙ্গি বাতলে দেওয়াও কঠিন। কারণ মাথা নিচু করে দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে ঘাড়ে-পিঠে ব্যথা হবে।

আবার মাথা সোজা রেখে চোখ বরাবর স্মার্টফোন তুলে ব্যবহার করলে তা-ও কাঁধ এবং কনুইয়ের জন্যে ক্ষতিকর।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি