ঢাকা, বুধবার   ১৭ এপ্রিল ২০২৪

১০ হাজার ডিমের অমলেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২২, ১৬ আগস্ট ২০১৭ | আপডেট: ১৯:৪১, ১৬ আগস্ট ২০১৭

২২ বছরের পুরনো এক রীতিকে সম্মান জানাল বেলজিয়ামের একটি শহর। সেই পুরনো ঐতিহ্যের ধারাবাহিকতায় বানানো হল ১০ হাজার ডিমের এক অমলেট। যারা ডিম খেতে ভয় করেন, তাদের ভয় তাড়াতেই এই দারুণ আয়োজন। `দ্য ওয়ার্ল্ড ফ্রাটেরনিটি অব নাইচস অব দ্য জায়ান্ট অমলেট` এর সদস্যরা এই আয়োজন করেন। খবর ইয়াহুর।

বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইউরোপিয়ান সুপারমার্কেটগুলো থেকে লাখ লাখ ডিম সরিয়ে ফেলা হয়েছে। বলা হচ্ছে, এগুলোতে পিফরোনিল নামের কীটনাশক দেওয়া হয়েছে। যা কিনা স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। খাদ্যতালিকায় এই রাসায়নিক উপাদানটি নিষিদ্ধ। এটি খেলে মানবদেহের যেকোনো প্রত্যঙ্গ নষ্ট হতে পারে।  

কিন্তু ডিম ছাড়া কি আর চলে। এমন ভয় দূর করতে ইস্টার্ন বেলজিয়ামের মালমেডিতে জড়ো হলেন হাজার হাজার মানুষ।

সেখানে ১০ হাজার ডিমের একটি অমলেট তৈরি করতে ৪ মিটার চওড়া প্যান আনা হলো। দানব আকারের এই অমলেট বানানো দেখতে এবং খেতে শিশু-বুড়ো সবাই জড়ো হলেন। তারা সবাই আত্মবিশ্বাসী যে, এই ডিম কোনোভাবেই স্বাস্থ্যের জন্য হুমকি নয়।  

`দ্য ওয়ার্ল্ড ফ্রাটেরনিটি অব নাইচস অব দ্য জায়ান্ট অমলেট` এর আয়োজন হয় বিশাল চুলো জ্বালিয়ে। চারদিকে বাজছিল সংগীত। প্রথমবারের মতো ১৯৭৩ সালে দানব অমলেট বানানো হয়েছিল।

//এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি