ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

২ খুনীকে ফিরিয়ে আনার দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৫, ১৫ আগস্ট ২০১৯


বিনম্র শ্রদ্ধা, ভালোবাসায় নানান আয়োজনের মধ্যদিয়ে বন্দর নগরীতে স্মরণ করা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কর্মসূচিগুলো থেকে দাবি জানানো হয় দন্ডপ্রাপ্ত পলাতক দুই খুনিকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের। 
চট্টগ্রাম সার্কিট হাউজ এলাকা থেকে বের করা হয় শোক মিছিল।  প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ সর্বস্তরের নাগরিকরা যোগ দেন এই শোক মিছিলে। পরে শ্রদ্ধা নিবেদন করা হয় জাতির পিতার প্রতিকৃতিতে। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় ১৫ আগষ্ট নির্মমভাবে নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্যসহ সকল শহীদদের প্রতি।
১৫ আগষ্টে ঘাতকদের হাতে নিহত শহীদদের স্মরণে বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় শোক মিছিল, আলোচনা সভা, মিলাদ মাহফিলসহ বিভিন্ন  কর্মসুচি।
এসব সভা সমাবেশে উঠে আসে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর চট্টগ্রামের প্রতিরোধ গড়ে তোলার কথা। 
পরবর্তীতে জিয়ার আমলে বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদকারী মৌলভী সৈয়দকে নৃশংসভাবে হত্যা করা হয় বলে জানান এই গবেষক।
এদিকে বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরে এনে আদালতের রায় কার্যকরা করার দাবি জানানো হয় দিন ভর আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে।
মুক্তিযুদ্ধের চেতনায় একটি আধুনিক, অসাম্প্রদায়ি, প্রগতিশীল সমাজ বির্নিমানের মধ্যদিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের অঙ্গিকার ব্যক্ত করায় শোক দিবসের কর্মসূচি থেকে। 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি