ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

ট্রেলারের পর ‘চরিত্রহীন’র গানেও উষ্ণতা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১০, ৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘চরিত্রহীন-এর ট্রেলার। যা মুক্তির পর থেকেই বিতর্ক শুরু হয়েছে। সবার মুখে একটাই প্রশ্ন- এটা কি পর্ন ওয়েব সিরিজ? ট্রেলারের রেশ কাটতে না কাটতে এবার প্রকাশ করা হলো ‘কারতা রাধিকা শিরোনামে ওয়েব সিরিজটির একটি গান। যেখানেও শুরু থেকে শেষ পর্যন্ত গানের দৃশ্যে প্রকাশ পেয়েছে সেক্স, নেশা এবং হিংসা।

যদিও সিনেমার কলাকুশলীদের মতে, ‘চরিত্রহীন দেখলেই দর্শক বুঝতে পারবেন, এটা কোনও পর্ন ওয়েব সিরিজ নয়। অযথা যৌনতা নিয়ে বাড়াবাড়ি করা হয়নি।’

শরৎচন্দ্রের ‘চরিত্রহীন’ গল্প নিয়ে ওয়েবের পর্দায় আসছেন দেবালয়। পরিচালক জানান, ‘আমার এই গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘চরিত্রহীন’ অবলম্বনে তৈরি। এত বছর ধরে এমন গুরুত্বপূর্ণ একটা লেখা রয়েছে কিন্তু এটা নিয়ে বাংলায় কোনও সিনেমা হয়নি। আমার মনে হল ওয়েবটাই সঠিক মাধ্যম যেখানে ইন্টারপ্রেট করতে পারব। কিরণময়ী, সরোজিনী, সাবিত্রী, হারাণ— প্রধান চরিত্ররা সকলেই রয়েছে। এদের এই সময়ের প্রেক্ষাপটে খুঁজব।’

যেখানে অভিনয় করছেন- সোহিনি ঘোষ, সৌরভ দাস, গৌরব চট্টোপাধ্যায়, অঙ্কিতা চক্রবর্তী, নয়না ছাড়া আরও অনেকে।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি