ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

পূর্বাচলে প্লট চাওয়ার আবেদন প্রত্যাহার করলেন রুমিন ফারহানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৫, ২৭ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

বিএনপি থেকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা রাজধানীর পূর্বাচলে ১০ কাঠা প্লট চেয়ে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বরাবর করা আবেদন প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার দুপুরে প্লট আবেদনের চিঠি প্রত্যাহার চেয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে নতুন চিঠি পাঠিয়েছেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় নেতাকর্মীদের অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে তিনি ওই আবেদন প্রত্যাহার করেছেন বলে চিঠিতে উল্লেখ করেন।

রুমিন চিঠিতে লিখেছেন, ‘আমার দল বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে আমি প্লট আবেদনের চিঠি প্রত্যাহারের আবেদন জানাচ্ছি। এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নিয়ে বাধিত করবেন।’

গত ৩ আগস্ট সংসদ সদস্যের প্যাডে ১০ কাঠার একটি প্লটের জন্য আবেদন করেন রুমিন। ২৫ আগস্ট এ খবর বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হলে তার সমালোচনা করা হয়।

বিএনপির অনেক নেতাকর্মীও বলেন, রুমিন ফারহানা সংরক্ষিত নারী এমপি হিসেবে সংসদে দাঁড়িয়ে বারবার সরকারকে অবৈধ বলে আখ্যা দিয়েছেন। তা সত্ত্বেও পূর্বাচলে সরকারিভাবে প্লটের আবেদন করে তিনি নৈতিকতার পরিচয় দিতে পারেননি।

তবে এ বিষয়ে যুক্তি দিয়ে রুমিন বলেছিলেন, তিনি রাষ্ট্রের কাছে আবেদন করেছেন, সরকারের কাছে নয়। তিনি বলেন, ‘আমার চিঠি বৈধ, কিন্তু এই সরকার অবৈধ।

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি