ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

স্বস্তির খবর, তামিম ফিরছেন কাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫১, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

টি-টোয়েন্টি সিরিজের আগে বাঁহাতে চোট পাওয়া টাইগার ব্যাটসম্যান তামিম ইকাবাল অনেকটাই সেরে উঠেছেন। তাই আগামীকার রোববার সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে এ বাঁহাতি ওপেনারের খেলার জোর সম্ভাবনা রয়েছে বলে জানালেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ।

চোটাঘাতের করণে বাংলাদেশ দলে আগ থেকে নেই সাকিব আল হাসান। টি-টোয়েন্টি সিরিজের আগে চোট পেলেন তামিম ও মুশফিকুর রহিমও। তবে মুশফিকের ফিট হয়ে উঠার পর এবার ফিরছেন তামিমও।

মাহমুদউল্লাহ আজ শনিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘তামিমের অবস্থা এখন অনেক ভালো। তাই আশা করি, সে কালকের ম্যাচের আগে পুরোপুরি সেরে উঠবে।’

তামিম ফিরলে অভিষেকে ১০ রান করা জাকির হাসানের বাদ পড়ার সম্ভাবনাই বেশি। সব ঠিক থাকলে তামিম-সৌম্য সরকার বাংলাদেশ দলের ইনিংস উদ্বোধন করবেন বলে জানান ভারপ্রাপ্ত অধিনায়ক।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি