ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

পুরান ঢাকার ছিন্নমূলদের পাশে ‘মাঞ্জা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৫, ৪ মে ২০২১

করোনা মহামারীর প্রকোপ মাঝে কিছুটা কমে এলেও আবারও মৃত্যু তান্ডব শুরু হয়েছে। দিনকে দিন আক্রান্ত এবং মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এর পরিপ্রেক্ষিতে বর্তমানে দেশে চলমান আছে লকডাউন। এই লকডাউনে সামর্থ্যবানরা ঠিকঠাক চলতে পারলেও দেশের এক বৃহৎ জনগোষ্ঠী চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছে। এদের মধ্যে দিনমজুর আর ছিন্নমূল মানুষেরা সবথেকে বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তাই গতবারের মত এবারও ‘মাঞ্জা’ সংগঠনটি এই সকল ছিন্নমূল ও কর্মহীন মানুষদের পাশে এগিয়ে আসার ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার (৩ মে) পুরাণ ঢাকার বাহাদুর শাহ পার্কে তারা দুস্থ ও অসহায় ছিন্নমূল ও কর্মহীন মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে। 

পবিত্র রমজান মাসে যাতে অসহায় দরিদ্র মানুষগুলো দুমুঠো খেয়ে দিনযাপন করতে পারে এটাই ‘মাঞ্জা’-র ইচ্ছা। এ সম্পর্কে ‘মাঞ্জা’-র সদস্য সাগর বলেন, ‘গত বছর করোনা মহামারীর শুরু থেকেই আমরা অসহায় ছিন্নমূলদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। মাঝে পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আমরা আমাদের কার্যক্রম বন্ধ করে দেই। কিন্তু এখন আবার এই দুরাবস্থা শুরু হওয়ায় আমরা আপ্রাণ চেষ্টা করছি এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর। ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা তাদের মুখে হাসি ফুটানোর চেষ্টা করবো।’

তাদের কার্যক্রমের অর্থায়ন বিষয়ে আরেক সদস্য দিগন্ত বলেন, ‘আসলে শুরু থেকেই আমরা নিজস্ব অর্থায়নে আমাদের কার্যক্রম চালিয়ে যাই, এক পর্যায়ে আমাদের পরিবার, বন্ধু এবং আপনজনরা এগিয়ে আসে আমাদের পাশে। এবছর অনেক দিন আমাদের কার্যক্রম বন্ধ থাকে আমাদের নিজেদের আর্থিক সমস্যার কারণে আমরা চেষ্টা করতে থাকি এরই মাঝে আমাদের অন্যতম উপদেষ্টা গাজী সারোয়ার হোসেন বাবু ভাই আমাদের ছিন্ন মূল মানুষদের নিয়ে কাজ করার আগ্রহ দেখে তিনি এগিয়ে আসেন তার সহযোগিতায় আমাদের কাজ আবার প্রাণ ফিরে পায়। আমরা চাই উনার মতো সবাই এগিয়ে আসুন ছিন্নমূল মানুষের পাশে দাড়ান। আমাদের কাছের মানুষগুলো চেষ্টা করছে আমাদের সাথে থাকার আপনারাও থাকুন।’

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি