ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

ড্যাপ বাস্তবায়ন হলে সুউচ্চ ভবনে সাজবে রাজধানী (ভিডিও)

আহম্মদ বাবু

প্রকাশিত : ১২:৪১, ৩ ফেব্রুয়ারি ২০২২

ডিটেইল এরিয়া প্ল্যান বা ড্যাপ বাস্তবায়ন হলে আধুনিক শহরে পরিণত হবে ঢাকা। রাজধানী সাজবে সুউচ্চ ভবনে। এমনটাই বলছে রাজউক। আর প্রকৌশলীরা বলছেন, এলাকাভিত্তিক পরিকল্পিত উঁচুভবন তৈরি হলে শুধু নগরীর সৌন্দর্যই বাড়বে না; শহরও হবে আধুনিক। 

ফিরোজ আলম, যুক্তরাষ্ট্র থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে লেখাপড়া শেষ করেছেন। এখন ব্যস্ত বিভিন্ন দেশে সুউচ্চ ও নজরকারা ভবনের নকশা তৈরিতে। এক কিলোমিটার অথবা ২৬৪ তলা ভবনের নকশাও তৈরি করেছেন তিনি।

বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়ছে, তবুও দুইশ’ তলা বা তার বেশি উঁচু ভবন নির্মাণের সময় এখনও আসেনি বলে মনে করছেন তিনি।

স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ফিরোজ আলম বলেন, ‘বাংলাদেশে ১ কিলোমিটারেরটা তৈরির সময় এখনও আসেনি। থিওরিট্যাললি এটা প্রুফ করে দিয়েছি যে, আমরা ১ কিলোমিটার পর্যন্ত আমরা যেতে পারি। তবে প্রাকটিক্যালি অনেক ফ্যাক্টর থাকবে, কস্ট অ্যাফেক্টিভও দেখতে হবে।’

ঢাকাকে আধুনিক শহরে পরিণত করতে হলে সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিত পরিকল্পনা জরুরি। বাড়াতে হবে প্রকল্প বাস্তবায়নের সক্ষমতাও।

ফিরোজ আলম বলেন, ‘ঢাকাকে যদি আধুনিক নগরী করতে চান বা আমরা সবাই চাই, তাহলে এটা জোন হিসেবে চিহ্নিত করতে হবে। হঠাৎ করে ১৫ তলা করা এবং তার পাশেই থাকবে দু’তলা ভবন তাহলে হবে না।’

এলাকাভিত্তিক চাহিদা ও সম্ভাব্যতা যাচাই শেষে উঁচু ভবনের নকশা অনুমোদনের কথা বলছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক।  

রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, ‘ড্যাপ আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। এরপর আরও নতুন পরিকল্পনা নিব। সময়ের প্রেক্ষিতে পরিকল্পনা পরিবর্তন হবে। খুব দ্রুত একটা নীতি আসছে। তাছাড়া কিছু এলাকা চিহ্নিত করে মন্ত্রণালয় একটা গাইডলাইন দিয়েছে।’

শুধু সরকারি কর্তৃপক্ষ নয়, ভবন নির্মাণে জমির মালিকদেরও মানতে হবে আইন। তবেই ঢাকা পরিণত হবে আধুনিক শহরে। এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।

রাজউক চেয়ারম্যান বলেন, ‘এক সময় ঢাকার শহরে ২০তলা ভবন কয়টি ছিল। এখন তো অনেক হয়ে গেছে।’

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি