ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

সুন্দরবনে `বাটাগুর বাস্কা`র ডিম থেকে ফুটেছে ৩৭ বাচ্চা

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:৫৪, ৩০ এপ্রিল ২০২১

বিরল প্রজাতির কচ্ছপ 'বাটাগুর বাস্কা' সুন্দরবনে ৩৭টি বাচ্চা দিয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে বনের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ৩৭টি বাচ্চা দেয় দুটি বাটাগুর বাস্কা কচ্ছপ। কেন্দ্রের ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. আজাদ কবির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ২০১৪ সাল থেকে বাটাগুর বাস্কার প্রজননে কাজ শুরু হলেও ২০১৭ সাল থেকে কচ্ছপের ডিম দেওয়া শুরু করে। প্রতিবছর একটা বা দুইটা কচ্ছপে ডিম পারলেও ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি, ৩ মার্চ, ৫ মার্চ ও ২০ মার্চ যথাক্রমে ২৭, ২৩, ২৩ ও ২৩টি ডিম পেড়েছিল কচ্ছপগুলো।

ডিমগুলো থেকে বাচ্চা পাওয়ার কথা ৬৫ থেকে ৬৭ দিন পরে। কিন্তু এবছর অত্যাধিক তাপদাহের ফলে যথাক্রমে ৬২ ও ৫৯ দিনে ডিম থেকে বাচ্চা পাওয়া গেছে। বাকি ২টির বাচ্চা যথা সময়ে পাওয়া যাবে বলেও জানান তিনি।
কেআই//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি