ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ভেজালের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হতে হবে: লিটন

প্রকাশিত : ২৩:১৫, ১৮ মে ২০১৯

ভেজালের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন। শনিবার রাজশাহী নগরীতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র লিটন বলেন, ‘প্রায় সব খাদ্যে মেশানো হচ্ছে বিষাক্ত কেমিক্যাল। এতে আতঙ্ক তৈরি হচ্ছে। আমি নিজেও খাদ্যদ্রব্য কিনে খেতে ভয় পাচ্ছি। আতঙ্কের মধ্যে পড়েছেন সবাই। তাই ভেজালকারীদের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হতে হবে।’

ইফতার অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহ আজম শান্তনু, মশিহুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির চেয়ারম্যান মো. লিয়াকত আলী, আরইউজে সভাপতি কাজী শাহেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মামুন-অর-রশিদ উপস্থিত ছিলেন।

এছাড়াও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য জাবীদ অপু, আরইউজের সহ-সভাপতি শরীফ সুমন, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান রকি, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, নির্বাহী সদস্য মিজানুর রহমান টুকু, জনাব আলী ও সামাদ খানসহ সংগঠনের অন্য সব সদস্য অংশ নেন।

ইফতার অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আরইউজের সদস্য আজিজুল ইসলাম।

 

এমএস/ এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি