ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

ঠাকুরগাঁওয়ে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

প্রকাশিত : ২২:২৮, ১২ জুলাই ২০১৯

ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো “রথযাত্রা” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁয়ের ইসকনপন্থীরা শহরের জেলা পরিষদ অডিটরিয়াম থেকে এবং সনাতনপন্থীরা হলপাড়া দূর্গাবাড়ি মন্দির থেকে পৃথক দু`টি উল্টো রথযাত্রা বের করেন।

এ সময় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইসকনপন্থীদের উল্টো রথযাত্রা মুন্সিরহাট মন্দিরে এবং সনাতনীদের রথযাত্রা গোবিন্দজীউ মন্দিরে গিয়ে শেষ হয়।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ জানান, ধর্মীয় রীতি অনুযায়ী নয় দিনব্যাপী এ রথ মন্দিরে অবস্থানের পর শুক্রবার সেখান থেকে উল্টো রথযাত্রা বের করা হয়।
এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিলাব্রত কর্মকারসহ বিভিন্ন শ্রেণি পেশার অসংখ্য ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।
এনএস/কেআই


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি