ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

লক্ষ্মীপুরের ২ উপজেলায় ভোটগ্রহণ চলছে

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:১২, ১১ নভেম্বর ২০২১

দ্বিতীয় ধাপে লক্ষ্মীপুরের ২ উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টহল দিচ্ছে বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতীহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। 

কমলনগর উপজেলার চরমার্টিন, চর কাদিরা ও চর লরেন্স এবং রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হচ্ছে। 

এর মধ্যে চর লরেন্স ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন মাস্টার চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। বাকী তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪ জন, চারটি ইউনিয়নে সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ১৭৪ জন ও সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

কেন্দ্রগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি