ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

লক্ষ্মীপুর সদর থানা ও পৌর আ’লীগের কমিটি ঘোষণা 

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:২০, ১২ মে ২০২২

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুর সদর থানা ও পৌর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। 

বুধবার (১১ মে) বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এ দুই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। 

এদিন সকাল ১০টা থেকে দুই ইউনিটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সদর থানা আওয়ামী লীগের সভাপতি করা হয়েছে হুমায়ূন কবির পাটওয়ারীকে। আর সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ সাইফুল হাসান পলাশ। হুমায়ুন কবির সদর থানা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ছিলেন এবং সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।  

সাধারণ সম্পাদক পলাশ জেলা যুবলীগের সাবেক আহ্বায়কের দায়িত্বে ছিলেন। 

অন্যদিকে, জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমেদ পাটোয়ারীকে পৌর আওয়ামী লীগের সভাপতি এবং বিগত কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন বাবরকে পুনরায় সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি