ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

হেলমেট পরিহিত বাইক চালকদের এসপির ফুল শুভেচ্ছা

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪২, ৬ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

হেলমেট পরিহিত বাইক চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন লক্ষ্মীপুরের এসপি মো. মাহফুজ্জামান আশরাফ। 

সোমবার (৫ ডিসেম্বর) বিকালে জেলার চন্দ্রগঞ্জে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। এসময় পুলিশ সুপার বাইক চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময়ে পুলিশ সুপার বলেন, হেলমেট নিজের নিরাপত্তার জন্য পরিধান করতে হবে। পুলিশের ভয়ে আপনি হেলমেট পরে হয়তো তাৎক্ষণিক পুলিশের হাত থেকে বাঁচতে পারলেন, কিন্তু নিয়মিত যদি হেলমেট ব্যবহার না করেন, তাহলে আপনারই জীবন বিপন্ন হবে।

জনসচেতনামূলক এই কর্মসূচি পালনকালে আরও উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার ওসি তহিদুল ইসলাম, সদর ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই প্রশাসন) প্রবীর চন্দ্র দাস, চন্দ্রগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক বিশ্বজিৎ চন্দ্র দাস, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির আহ্বায়ক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশীদ বাবলুসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

পরে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জেলার বিভিন্ন জ্বালানি তেলের পাম্পে ‘নো হেলমেট নো ফুয়েল’ লেখা ব্যানার লাগানো হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি