ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

মাদারীপুরে আগুনে ভষ্মিভূত ১১টি ঘর

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৫, ১৫ এপ্রিল ২০২৩ | আপডেট: ১৩:৪০, ১৫ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

ভয়াবহ অগ্নিকান্ডে মাদারীপুরের শিবচরে বসতঘরসহ ১১টি ঘর পুড়ে ভূষ্মিভূত হয়েছে। 

শুক্রবার বিকালে জেলার শিবচর উপজেলার উত্তর বহেরাতলা গ্রামের যাদুয়ারচর গ্রামের জলিল শিকদারের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

অগ্নিকান্ডে আনোয়ার শিকদারের ২টি বসতঘরসহ ৩টি ঘর, রব শিকদারের বসতঘরসহ ২টি ঘর, জলিল শিকদারের বসতঘরসহ ২টি ঘর, মিন্টু শিকদারের বসতঘরসহ ২টি ঘর, সুজাত শিকদারের বসতঘরসহ ২টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। 

আগুনে ৫টি পরিবারের ১১টি ঘর পুড়ে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছে। 

বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি