ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

জলবায়ু পরিবর্তনে দায়ী দেশগুলোর প্র‌তিশ্রু‌তি রক্ষার আহ্বান

রাজবাড়ী প্র‌তি‌নি‌ধি

প্রকাশিত : ২১:২৮, ২৭ সেপ্টেম্বর ২০১৯

জলবায়ু প‌রিবর্তন মোকা‌বেলায় শি‌ল্পোন্নত দেশসহ বি‌শ্বের প্র‌তি‌টি দে‌শের প্র‌তিশ্রু‌তি রক্ষার দাবী জানিয়ে রাজবাড়ী‌তে মানববন্ধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
 
শুক্রবার সকালে স‌চেতন নাগ‌রিক কমি‌টি (সনাক) রাজবাড়ী শাখার আয়োজনে ‘একটাই পৃথিবী, একটাই বাংলা‌দেশ, বাঁচাও পৃ‌থিবী, বাঁচাও বাংলা‌দেশ, বাঁচাও প্রজন্ম’ এ স্লোগান‌কে ধারণ ক‌রে জেলার প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধ‌নে স‌চেতন নাগ‌রিক ক‌মি‌টি (সনাক) রাজবাড়ী শাখার সদস্য সমীত্র শীল চন্দনের উপস্থাপনায় বক্তব্য রাখেন জেলা শাখার সভাপ‌তি অধ্যাপক শংকর চন্দ্র সিনহা, সদস্য মো. সাইফুল্লাহ, মো. জাহাঙ্গীর হো‌সেন, ম‌হিতুজ্জামান বেলাল, সম্পা প্রমা‌নিক প্রমূখ।
এ সময় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের রাজবাড়ী আঞ্চলের ব্যবস্থাপক, ই‌য়েস ও ই‌য়েস ফ্রেন্ডসহ অনে‌কে উপ‌স্থিত ছি‌লেন।
মানববন্ধনে বক্তারা জলবায়ু প‌রিবর্তনে বি‌শ্বের স‌বে‌চে‌য়ে ঝু‌কিপূর্ণ দেশ বাংলা‌দেশ উল্লেখ করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সবার ভূ‌মিকা রাখার আহবান জানান। 
এমএস/কেআই


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি