ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ভূমিকম্পে জেগে উঠল হাজার বছরের পুরনো মন্দির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৬, ১৩ জুলাই ২০১৮ | আপডেট: ১০:৩৮, ১৩ জুলাই ২০১৮

মেক্সিকোতে গত বছরের সেপ্টেম্বরে আঘাত হানা ভূমিকম্পে একটি পিরামিডের মধ্যে জেগে উঠেছে হাজার বছরের পুরনো এক মন্দিরের ধ্বংসাবশেষ। এটি অ্যাজটেকদের বৃষ্টির দেবতার মন্দির।

সম্প্রতি মেক্সিকোর জাতীয় প্রত্নতাত্ত্বিক সংস্থা ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যান্থোপলোজি অ্যান্ড হিস্টরি প্রায় এক হাজার ১৫০ বছরের পুরনো মন্দিরটি আবিষ্কার করে।  

হাজার বছরের পুরনো মন্দিরটি মেক্সিকোর মোরেলোস রাজ্যের কুয়েরনাভাকা এলাকার তিওপানজলকো পিরামিডের ভেতরে অবস্থিত। এটা এ অঞ্চলে অ্যাজটেকদের তিয়াহুইকান সংস্কৃতির অংশ।

মন্দিরটি লম্বায় ছয় মিটার ও প্রস্থে চার মিটার। মন্দিরের ভেতরে অ্যাজটেকদের ব্যবহৃত কিছু সিরামিকের তৈজস ও প্রদীপ পেয়েছে প্রত্নতাত্ত্বিকরা।

সংস্থাটির প্রত্নতত্ত্ববিদ বারবারা কনিয়েকজা বলেন, ভূমিকম্পের কারণে মন্দিরটির মূল কাঠামো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এটার শীর্ষাংশে।

প্রসঙ্গত, গত বছরের ১৯ সেপ্টেম্বর ৭ দশমিক ১ মাত্রায় মেক্সিকোর মধ্যাঞ্চলে আঘাত হানে এযাবতকালের সবচেয়ে ধ্বংসাত্মক ভূমিকম্প। এতে বিপুল ক্ষয়ক্ষতি হয়। এ ভূমিকম্পে নিহত হয়েছিলেন দেশটির ২৬৯ জন মানুষ।

উল্লেখ্য, মোরেলোস রাজ্যের কুয়েরনাভাকা এলাকায় এর আগে আরও দুটি মন্দির আবিষ্কৃত হয়েছে। এর একটি অ্যাজটেকদের সূর্য ও যুদ্ধের দেবতা হুইটজিলোপকটলির নামে। আরেকটি বৃষ্টির দেবতা তিয়ালকের নামে।

সূত্র: বিবিসি

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি